বন্দর প্রতিনিধি:
পুরুষোত্তম মাস উপলক্ষে ইসকন সম্প্রদায়ের স্লান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নস্থ লাঙ্গলবন্ধ প্রেমতলা ঘাটে এ স্লান উৎসব অনুষ্ঠিত হয়।
স্লান উৎসবে ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ভক্তবৃন্দ পুরুষোত্তম মাস উপলক্ষে বন্দরে লাঙ্গলবন্ধে স্লান উৎসব অংশ গ্রহন করে।
স্লান উৎসবে আগত পূর্নার্থীদের সেবা প্রদানের জন্য বন্দর থানা পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। বন্দর থানার তদন্ত অফিসার ইনর্চাজ হারুন অর রশীদ নিরাপত্তার কাজে মনিটরিং করেন।