সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুই মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দু’জনকে পৃথকভাবে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে পিয়ার আলী ও সাইদুজ্জামান নামে দুই মাদক সেবনকারীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পিয়ার আলীকে দশ হাজার টাকা ও সাইদুজ্জামানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
পিয়ার আলী উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা গ্রামের আব্দুল মালেকের ছেলে ও সাইদুজ্জামান সিদ্ধিরগঞ্জ উপজেলার আবুল কালামের ছেলে।