আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাইকপাড়া থেকে ইয়াবাসহ আটক ৩

পাইকপাড়া থেকে ইয়াবা

পাইকপাড়া থেকে ইয়াবা

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধি বিশেষ অভিযানে বিশেষ কৌশলে পাইকপাড়া থেকে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৩ শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ইমতিয়াজ আহম্মদ রাব্বী ভূইয়া পাড়া এলাকার সাজুর ছেলে, জিহাদ একই এলাকার নুরুউদ্দিনের ছেলে ও জনি হোসাইনি নগর এলাকার নজরুল ইসলামের ছেলে।
২২ মে মঙ্গলবার মধ্য রাতে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ভূইয়াপাড়া এলাকায় ইয়াবা দিতে এসে ধরা পড়ে তারা।
সদর মডেল থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম জানান, এখন মাদক বিক্রেতা ধরতে ভোল পাল্টাতে হচ্ছে। তাই নিজেকে অন্য রুপে সাজিয়ে মাদক বিক্রেতা সেজে তাদের গ্রেফতার করা হয়েছ। এসময় তাদের হেফাজত থেকে ৩ শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।