আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এতিমদের পাশে আজমেরী ওসমান

আজমেরী ওসমান

আজমেরী ওসমান

 

নিজস্ব প্রতিবেদক:
মাদ্রাসার উন্নয়ন ও এতিম শিক্ষার্থীদের সহযোগীতায় এগিয়ে আসলেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ¦ নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান। বুধবার (২৩ মে) জামতলা এলাকার দারুল ইসলাহ্ মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উল্লেখিত মাদ্রাসার উন্নয়নের জন্য পাচঁ লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষনা দেন আজমেরী ওসমান।
এছাড়াও কোমলমতী শিক্ষার্থী ও এতিমদের জন্য সার্বিক সহযোগীতায় পাশে থাকবেন বলে আশ^স্ত করেন তিনি। এসময় মাদ্রসার মোহতামীম মাওলানা ফেরদাউস ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে একটি জায়নামাজ ও মাথায় পাগড়ী রুমাল উপহার দেয়া হয়। সংক্ষিপ্ত আলোচনার আগে তিনি কোমলমতী শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকদের সাথে কুশল বিনিময় শেষে সকলের সাথে ইফতারে অংশগ্রহন করেন।
মাদ্রসার মোহতামীম ও হেফাজতে ইসলাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মাওলানা কাজী দেলোয়ার হোসেন, মাওলানা আনিস আনসারী, মুফতি হারুন উর রশিদ, মাওলানা কামাল উদ্দিন, খায়রুল, নাছির, সুমন প্রমুখ।