নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রতি কড়জোড়ে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলার প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে তিনি এ অনুরোধ রাখেন। শামীম ওসমান বলেন, শুধুমাত্র ড্রেনের কাজ শেষ না হওয়ায় আমরা লিংক রোডের সংস্কার কাজে হাত দিতে পারছি না।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়া মাহ্ফিল উপলক্ষ্যে সোমবার (২১ মে) বিকেলে সরকারি তোলারাম কলেজে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে চাঁদাবাজের সংখ্যা বেশি। অনেক নেতা আছে যারা চাঁদাবাজিতে জড়িত। কিন্ত শহরের উন্নয়নে কেউ এগিয়ে আসে না। ছাত্রলীগ রাস্তায় যানজট নিরসনে নামার পর যেখানে নারায়ণগঞ্জবাসী তাদের কাজের প্রশংসা করেছে, সেখানে ওই সকল চাঁদাবাজেরা এর বিরোধীতা করেছে। বড় কষ্ট হয় যখন দেখি সরকারি মহিলা কলেজের মতো একটি সনামধন্য কলেজে পানি জমাট বেধে থাকে। আমি আমার এলাকায় পানি নিষ্কাশনের চেষ্টা করছি। নারায়ণগঞ্জে শিক্ষার মানোন্নয়নের জন্য আমরা স্কুল-কলেজ নির্মাণ করে যাচ্ছি। এছাড়াও নারায়ণগঞ্জে উন্নতমানের বিশ্ববিদ্যালয়ও হচ্ছে।
তিনি আরো বলেন, শহীদদের রক্তের চাইতেও মুল্যবান হচ্ছে জ্ঞানীদের কলমের কালি। তবে এই জ্ঞানী বলতে টিভি টকশোতে বসে কথা বলা জ্ঞানীদের বুঝায় না। যারা ধর্মের বিষয়ে জ্ঞানী, যাদের কাছ থেকে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানা যায়, তাদের বুঝানো হয়েছে।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি মনে করি আমি তোমাদের মাঝে একটি খারাপ লোক। তবে তোমরা যতি জীবনে বড় হতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তোমরা তোমাদের বাবা মায়ের সেবা করো। তাদের কে সম্মান করো। কেননা আমরা কেউই দুনিয়াতে সরাসরি আসিনি। বাবা-মায়ের পবিত্র মিলনের পর মায়ের পবিত্র গর্ভে থেকে আমরা দুনিয়াতে এসেছি। হাদিসে উল্লেখ করা আছে, যে সন্তান তার মায়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, সে হজ্বের সওয়াব পাবে। সুতরাং যে সন্তান তার বাবা-মায়ের যতœ নিবে, সে জীবনে অনেক বড় হতে পারবে।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ’র সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সভাপতি ও হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপ¯ি’ত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বাবু চন্দন শীল, রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয়, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান,মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ প্রমুখ।