বন্দর প্রতিনিধি:
মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে বন্দরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় বন্দর প্রেসক্লাবের সামনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত বন্দর থানা শাখা আহবায়ক ও বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে আলোচনা সভায় মাহে রমজান সম্পর্কে স্বাগত বক্তব্য ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রাহাত হাসান রাব্বী।
আলোচনা সভায় মাহে রমজান রক্ষার্থে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বন্দর শাহ ছিরাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন নূরী, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কবীর হোসেন, স্বল্পেরচক গাউছিয়া তৈয়াবিয়া তাহেরী মাদ্রাসার সহকারি- সুপার মাওলানা আব্বাস উদ্দিন ও বন্দর মোল্লাবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলহাজ্ব হাফেজ হুসাইন।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফ হাসান চিস্তি, বন্দর শাহ ছিরাজ জামে মসজিদের মোয়াজিন হাফেজ আলাউদ্দিন, মোঃ সেলিম ও মোঃ সোহেলসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বন্দর থানা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ। র্যালী ও আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রা রক্ষা করতে হবে।
রাস্তা ঘাটে বেহায়াপনা চলবে না। দিনের বেলায় বন্দরে সকল খাবার হোটেল বন্ধ রাখতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে হবে। মাহে রমজানে সকল অশ্লীতা পরিহার করতে হবে। এ ছাড়াও সেহারী, ইফতার ও তারাবি নামাজের সময় বিদ্যুত লোডসেডিং বন্ধ করার জন্য উপজেলার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।