নিজস্ব প্রতিবেদক:
পরিচ্ছন্ন ও যানজট মুক্ত নগরি গড়তে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর ছাত্রলীগ যানজট নিরসনে ২ দিনব্যাপী কর্মসূচীর আজ ছিলো শেষ দিন।
বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চাষাড়া গোল চত্বর ও ২নং রেল গেইট এলাকায় তারা এ কর্মসূচী পালন করে। কর্মসূচী চলাকালীন পুরোনগরী যানজট মুক্ত ছিলো এবং জনসাধারণ নির্বিঘেœ রাস্তা দিয়ে চলাচল করে। বৃষ্টিকে উপক্ষো করে তাদের এ কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী।
মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নির্দেশে মাহে রমজানকে সামনে রেখে নগরীকে যানজট মুক্ত রাখতে আমরা
এ কর্মসূচী পালন করছি। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা জনসাধারণকে দূর্ভোগ থেকে রেহাই দিতে ২ দিনব্যাপী এই কর্মসূচীতে অংশ নিয়েছি। ছাত্রলীগের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।