নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় গুলিতে পারভেজ নামের একজন নিহত হয়েছে। পুলিশের দাবী, সে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। বন্দুকযুদ্ধে মারা গেছে সে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় এ বন্দুকযদ্ধের ঘটনা ঘটে। নিহত পারভেজ স্থানীয় পাইলট স্কুল এলাকার সোবহান মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার অফিসার উনচার্জ (ওসি) শাহ্ মঞ্জুর কাদের জানান, রাত ২টার দিকে মাদকের একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পারভেজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও ৩ টি বড় ছোরা উদ্ধার হয়।
তিনি আরও জানান, বন্ধুকযুদ্ধে নিহত পারভেজ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। এ ছাড়া সে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী।