আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতির বার্ষিক সভা ও বাজেট অনুষ্ঠিত

বহুমুখি সমবায় সমিতি

বহুমুখি সমবায় সমিতি

 

নিজস্ব প্রতিবেদক:
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতির ২১ তম বার্ষিক সভা ও বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একে এম শামীম ওসমান।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা বাজার প্রাঙ্গণে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর ২১ তম বার্ষিক সাধারন সভা ও বাজেট ঘোষণা অনুষ্ঠিত সভায় যোগ দেন তিনি।

সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম গাজী টেনুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান শিকদার মোঃ গোলাম রসুল, বক্তাবলি ইউপি চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী।

সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা হাজী মনির উদ্দিন, সমিতির সহ-সভাপতি শাহাদাৎ চৌধুরী, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক আকন্দ, কোষাদক্ষ জাহিদ হাসান বেলাল, প্রচার সম্পাদক শাহজাহান, দপ্তর সম্পাদক এমডি হানিফসহ কমিটির সকলে এবং সংগঠনের আড়াই হাজার সদস্যের প্রায় সকলেই উপস্থিত ছিলেন।