সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কমিউনিটি ক্লিনিক গুলো জনগণের স্বাস্থ্য সেবার প্রতীক হয়ে উঠছে। বাংলার জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করে দেয়। মানুষের জীবন যাত্রার মান নিম্নমূখী হয়।
রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেছেন, বর্তমান সরকার চিকিৎসা সেবার মান মানু্ষের দৌড়গোড়ায় পোছা দিতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় ৫০ প্রকারের ঔষুধ বিনামূল্যে সরবরাহ করছে। চিকিৎসার অভাবে মানুষের অকাল মৃত্যু হবে না। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এ সময় ফিতা কেটে চনপাড়া কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবণের উদ্বোধন করেন গোলাম দস্তগীর গাজী ,অষ্টেলিয়ান হাই কমিশনারের প্রতিনিধি জুলিয়া নিবুলেট।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,একশন এইড বাংলাদেশের-এর কান্টি ডিরেক্টর ফারাহ কবির, একশন এইড বাংলাদেশ-এর মেম্বার ডাক্তার খলিলুর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ, একশন এইড বাংলাদেশ-এর ম্যানেজার কাশফিয়া ফিরোজ, অাওয়ামীলীগ নেতা মতিউর রহমান অাকন্দ, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি অামির হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টি, নবকিশলয় হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজিবর রহমান।