আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেপ্তার-৬

মাদক ব্যবসায়ী

গাঁজাসহ আটক

 

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলা আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার তাজপুর এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তাছলিমা বেগম (৪০) কলাগাছিয়া ইউনিয়নস্থ সেলসারদী এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির হোসেন (৩৫) একই ইউনিয়নের বুরুন্দী এলাকার রহমতউল্ল্যাহ মিয়ার ছেলে রিক্সা চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলমগীর (২৪) একই এলাকার মৃত নূর চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (২৭) একই এলাকার আবুল কালাম মিয়ার ছেলে আরিফ (২৬) ও ধামগড় সেনের বাড়ী এলাকার মোতালেব মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল্লাহ (৩৭) । ধৃতদের যথাযথ নিয়মে রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।