আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তাবলীর কানাইনগর বিদ্যালয় রক্ষায় বিক্ষোভ সমাবেশ

কানাইনগর বিদ্যালয়

কানাইনগর বিদ্যালয়

 

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা বক্তাবলী ইউনিয়নের ঐতিহ্যবাহী কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ ও প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি, কোচিং বানিজ্য, অব্যবস্থাপনা অযোগ্যতা, দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। বিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদ্যালয়টি রক্ষায় নেমেছে অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৯৭।
এসব অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শনিবার সকালে কানাইনগর স্মৃতি স্তম্ভের সামনে হাজার হাজার এলাকাবাসী ও অভিভাবকদের নিয়ে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৭।
স্থানীয়রা জানান, বিদ্যালয়টি রক্ষায় দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে আসছে।তারই ধারাবাহিকতায় মানববন্ধন, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে আলোকিত বক্তাবলির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় এবং ফ্যান পেইজ মিলন মেলা ১৯৯৭ এডমিন আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার ইকবাল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদ্যস্য মোঃ শহীদ উল্লাহ, দৈনিক ইনকিলাবের সহকারি সম্পাদক জামাল উদ্দিন বারী, বক্তাবলী ইউনিয়ন মাদক বিরোধী আন্দোলনের নেতা আনোয়ার হোসেন, মতিউর রহমান ফকির, ছাত্রনেতা মাশফিকুর রহমান শিশির, ব্যাচ ৯৭ এর আহমেদ আলী, নিউজ প্রতিদিন ডট নেটের প্রকাশক ও সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রনেতা ইফতেখারুজ্জামান রাজু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল চৌধুরী প্রমূখ।
এ সমাবেশে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা অবস্থান নেন।
সকালে ব্যানার ফ্যাস্টুন নিয়ে ৯৭ ব্যাচের কর্মসুচিতে একাত্বতা প্রকাশ করে সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী, বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্ট, দিগন্ত সামাজিক সংগঠন, মধ্যনগর আলহেরা ছাত্রকল্যাণ তহবিল, ছমিরনগর যুবসংঘ, কানাইনগর গ্রাম পঞ্চায়েত, রামনগর গ্রাম পঞ্চায়েত, কানাইনগর প্রগতি ক্লাব, বক্তাবলী মাদক নির্মুল কমিটি, গোপালনগর উদয়ন সংসদ।
সংগঠনটির দাবি ও এলাকাবাসীর দাবি- দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ, বিদ্যালয় পরিচালনা পরিষদের নিয়মিত নির্বাচন, ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন খাতে আদায়কৃত টাকার যথাযথ ব্যবহার, বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ, শিক্ষকদের কোচিং, প্রাইভেট বানিজ্য, নোট গাইড বই ব্যবসা বন্ধ, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিষয়ভিত্তিক পাঠদান নিশ্চিতকরণ, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, কমন রুম, নামাজের স্থান, নিয়মিত ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের দাবিতে লাগাতার কর্মসুচী পালন করে আসছে।
সমাবেশে বক্তারা বলেন- বক্তাবলী পরগনার একমাত্র ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সীমাহীন লুটপাটের কারনে বিদ্যালয়টি তহবিল শূন্য হয়ে পড়েছে। শিক্ষকদের কোচিং, প্রাইভেট বানিজ্যের কারনে স্কুলের শিক্ষা কার্যক্রম ধ্বংসের শেষ প্রান্তে।
বক্তারা দূর্নীতির দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে পদত্যাগ করতে এক সপ্তাহের আল্টিমেটাম দেন। অন্যথায় আগামী ১৬ মে বুধবারের আলোচনা সভা থেকে লাগাতার কর্মসুচী পালন করার হুশিয়ারি দেন। মানববন্ধন ও আলোচনা সভাশেষে বিক্ষোভ মিছিল সহ শত শত এলাকাবাসী প্রধান শিক্ষককে অবরুদ্ব করে রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদউল্লাহ, মামুন, দেলোয়ার, সোহরাব, মোজাম্মেল, দিদার হোসেন, সাইদুর, সাফায়েত উল্লাহ, মোতালেব, আনোয়ার, রিপন প্রমুখ।
অন্যদিকে এ ব্যাপার বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, বক্তাবলী ইউনিয়নের প্রতিটি ছাত্রছাত্রীর সু-শিক্ষা নিশ্চিত করতে সকল ন্যায্য ও ন্যায়সংগত দাবীর প্রতি সব সময় আমার সমর্থন থাকবে।