নিজস্ব প্রতিবেদক:
সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট প্রতিরোধ কর, দ্রব্য মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ কর এবং নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা বাতিলের দাবিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মে) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পি, ফতুল্লা থানার আহ্বায়ক মশিউর রহমান রিচার্ড, সিদ্ধির থানার আহ্বায়ক জাহিদুল আলম আল জাহিদ, বন্দর থানার যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইলিয়াস জামান এবং সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন অনলাইন পোর্টাল যুগের চিন্তা ২৪ ডট কমের নির্বাহী মোশতাক আহমেদ শাওন।
সমাবেশে তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জের বাজার গুলোতে আসন্ন রমজানকে সামনে রেখে চাল-ডাল-তেল-ছোলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। অথচ চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে চিনি আমদানি হয়েছে ১৬ লাখ ৬৫ হাজার টন। অথচ আমাদের মোট চিনির চাহিদা বছরে ১৬ লাখ টন। অর্থাৎ চাহিদার তুলনায় বেশি চিনি আমদানি হয়েছে, উপরন্তু দেশের ভেতরে উৎপাদিত চিনি তো রয়েছেই। ভোজ্যতেলের দাম বাড়ারও কোনো যুক্তিসংগত কারণ নেই। কেননা আর্ন্তজাতিক বাজারে এর দাম কমছে এবং বাংলাদেশে ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ ভোজ্যতেল আমদানি করা হয়েছে। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির কোন কারণ নেই। কতিপয় লুটপাটকারীর স্বার্থে সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বৃদ্ধি করছেন। মূল্যবৃদ্ধি ঠেকাতে আগে থেকে প্রস্তুতি, নজরদারি ও সতর্কতার উদ্যোগ নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, গত ৯ মে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে আবারো বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষনা দিয়েছেন, আমরা তাকে সাবধান করে দিচ্ছি জনগণের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মত চেপে যা খুশি তা করবার এই একতিয়ার আপনাদের কেউ দেয় নি। আপনারা বিনা ভোটের সরকার। বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে চক্রান্ত, এর পরিনাম ভয়াবহ হবে। অনতিবিলম্বে এই ঘোষনা প্রত্যাহার করে জনদাবী মেনে নেবার আহ্বান জানাচ্ছি।
সমাবেশ শেষে শহরের প্রধান প্রদান সড়কে গণসংহতি আন্দোলন মিছিল করে।