আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোল থেকে ৩৪ ‌টি স্ব‌র্ণেরবার উদ্ধার

বেনাপোল থেকে

বেনাপোল থেকে

বেনাপোল প্র‌তি‌নি‌ধি:বেনাপোল বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪টি স্ব‌র্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ফল পট্রির সামনে থেকে এ চালানটি জব্দ হয়।ত‌বে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।

বেনাপোল সীমান্ত দিয়ে স্ব‌ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে আব্দুল ওয়াহাব নেত্বত্বে বিজিবি’র টহল দল বেনাপোল বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটের মধ্যে তিন কেজি ৯০০শ ৬০গ্রাম ওজনের ৩৪টি স্বর্ণের বার পাওয়া যায়।

৪৯ ব্যাটেলিয়ন বিজিবি’র আই সি পি ক্যাম্পের সুবেদার অাব্দুল ওয়াব বলেন উদ্ধার কৃত স্ব‌র্ণেরবা‌রের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা বলেও জানায় তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কৃত স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া প্রক্রিয়া চলছে।