আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপহরনের ১০ দিন পর বন্দরের কলেজ ছাত্রী ফতুল্লায় উদ্ধার

কলেজ ছাত্রী উদ্ধার

কলেজ ছাত্রী উদ্ধার

 

বন্দর প্রতিনিধি:
অপহরনের ১০ দিন পর অবশেষে কদম রসুল বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী আরবী (১৭) কে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। সে সাথে অপহরণ ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ অপহরণকারী রিয়াদ খান (৩০)কে গ্রেপ্তার করেছে।
গত বুধবার সন্ধ্যায় ফতুল্লা থানার ফাজিলপুর এলাকা থেকে কলেজ ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিভিন্ন সূত্র জানা গেছে, বন্দর থানার কল্যান্দী এলাকাার জহিরুল ইসলামের মেয়ে আরবী বেগমের পরিবার গত ২৮ এপ্রিল তার মামার বিয়ের অনুষ্ঠান নিয়ে তার পরিবার ব্যস্ত থাকে। ওই সুযোগে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা এলাাকার কামাল খানের ছেলে রিয়াদ খান কৌশলে কলেজ ছাত্রী আরবীকে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃত কলেজ ছাত্রী মা সনিয়া আক্তার বাদী হয়ে বন্দর থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের ১০ দিন অতিবাহিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় বন্দর থানার চৌকস দারোগা আব্দুল আলমীসহ সঙ্গীয় র্ফোস মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ফতুল্লা থানার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে কলেজ ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী রিয়াদ খানকে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধারকৃত কলেজ ছাত্রীকে ডাক্তারী পরিক্ষা নিরিক্ষার জন্য বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলেও ধৃত অপহরণকারি রিয়াদ খানকে দুপুরে অপহরন মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।