বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পত্তীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃতদের কাছ থেকে ১ শ’ ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ২২(৫)১৮, ২৪(৫)১৮ ও ২৫(৫)১৮।
জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনাকান্দা নোয়াদ্দা এলাকার মৃত নবির মিয়ার ছেলে মাদক স¤্রাট সুমন (৩০) ও তার স্ত্রী হেনা (২০) কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর ফাঁড়ী এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় র্ফোস পুরান বন্দর এলাকার ছালা পাগলের মাজারের দক্ষিন পাশে অভিযান চালিয়ে ৪’শ গ্রাম গাঁজাসহ পুরান বন্দর এলাকার মোতালেব মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী ইউনুছ (২৮) ও একই এলাকার আব্দুল জালাল মিয়ার ছেলে অপর গাঁজা ব্যবসায়ী সাজ্জাদ (২৪)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার এএসআই জালালসহ সঙ্গীয় র্ফোস দড়িসোনাকান্দাস্থ আনোয়ার মিয়ার মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মানিক মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল হোসেন ওরফে বাদশা (৩২)কে গ্রেপ্তার করে। ধৃতদের পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।