আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন আজমেরি ওসমান!

আজমেরি ওসমান

আজমেরি ওসমান

 

নিজস্ব প্রতিবদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেষ কষছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে নারায়ণগঞ্জ-৫ আসন। জাতীয় পার্টি আর আওয়ামীলীগ এই আসন নিয়ে মুখোমুখি হলেও নতুন মাত্রা যুক্ত করেছে এই আসনের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টি যদি আলাদা নির্বাচন করে এবং সারা দেশে মনোনয়ন দেয় তাহলে কে পাবেন জাতীয় পার্টির মনোনয়ন? নারায়ণগঞ্জ-৫ আসনে এবার এই দলের মনোনয়নকে টার্গেট করে মাঠে রয়েছেন প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান এবং তার পুত্র আজমির ওসমান। এছাড়া বর্তমান এমপি সেলিম ওসমানতো আছেনই। তাই এই আসনে কে পাবেন জাতীয় পার্টির মনোনয়ন সেটা পরিস্কার নয়। তবে এখানে সম্প্রতি নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান এবং তার পুত্র আজমেরি ওসমান বেশ জোরালো ভাবেই মাঠে নেমেছেন। মা ছেলে প্রচার চালাচ্ছেন। তারা বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান করছেন। সেলিম ওসমান, শামীম ওসমান বা অয়ন ওসমানের সঙ্গে তাদেরকে দেখা যাচ্ছে না। দুই চাচা এবং চাচাতো ভাইয়ের প্রতি এক ধরনের ক্ষোভ নিয়েই তারা মাঠে নেমেছেন বলে জানা গেছে। তবে এই আসনে জাতীয়পার্টির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন আজমেরি এবং তার মায়ের সাথে। আর সেলিম ওসমানের সঙ্গে রয়েছেন কিছু ডাকসাইটের নেতা।
আগামী নির্বাচনে এই আসনে কে পান জাতীয়পার্টির মনোনয়ন এখনই সেটা বলা যায় না।
চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আজমেরী ওসমানের শোডাউন সেলিম ওসমান শিবিরসহ জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনার খোরাক যুগিয়েছে। নানা হিসেব-নিকেষ চলছে রাজনৈতিক নেতাদের আলোচনার টেবিলে। তারা বলছেন, হঠাৎ কেন আজমেরী ওসমান শোডাউন করলো। তাছাড়া ওই শোডাউনে আজমেরীর স্ত্রী-সন্তানের সঙ্গে তার মা পারভীন ওসমানও গাড়িতে ছিল। এর পর মাকে সঙ্গে নিয়ে তার পিতার মৃত্যুবার্ষিকীর নানা অনুষ্ঠান ও বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করছেন আজমেরি ওসমান। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজমেরি ওসমান ও তার মা পারভিন ওসমান তাদের দু’জনের কেউ একজন আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন এটা নিশ্চিত।
অন্যদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা খুশি পারভিন ওসমান ও আজমেরি ওসমান রাজনীতির ময়দানে আটগাঁট বেধে নামাতে। তাদের অভিযোগ, বর্তমান এমপি জাতীয় পার্টির হলেও তার দ্বারা জাতীয় পার্টির নেতাকর্মীরা নিগৃহীত। জাতীয় পার্টির নেতাকর্মীরা চাইছেন না আগামী নির্বাচনে সেলিম ওসমান দলীয় মনোনয়ন পাক। তাদের পছন্দের তালিকায় প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান ও তার ছেলে আজমেরি ওসমান।