নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ০৯ মে ২০১৮ গতকাল বুধবার হবার কথা থাকলেও হাইকোর্ট কর্তৃক ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়ায় নির্বাচন পিছিয়ে যায় এবং এ নির্বাচন স্থগিত হবার পিছনে অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে দায়ী করে একটি পক্ষ সুকৌশলে অপপ্রচার চালাচ্ছে বলে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ ও স্কুলের সাথে সম্পৃক্ত সকলে ক্ষোভ প্রকাশ করেছেন। আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে গণমাধ্যমে খবর প্রকাশের পর স্কুলে এক জরুরী সভায় গতকাল সকলে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরণের আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তীহীন বলে দাবী করেন। এ বিষয়ে গণমাধ্যমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, আমি প্রধান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাঠদান ও স্কুল যাতে সুন্দরভাবে চলে সে বিষয়ে মনোযোগের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। ০৯ মে ২০১৮ ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ম্যানেজিং কমিটির সদস্য আবুল হোসেন গত ১৭ এপ্রিল ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে মহামান্য আদালত নির্বাচন স্থগিত করেন। কিন্তু অহেতুক আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ম্যানেজিং কমিটির নির্বাচনে আমার কোন পছন্দের প্রার্থী নেই এবং ভোটার তালিকায় কোন অনিয়ম ও ভুল নেই। কিছুদিন আগে ভোটার তালিকা নিয়ে সংশয় তৈরি হওয়ায় আমরা বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে তিনি সরেজমিনে স্কুলে এসে এ বিষয়ে তদন্ত করেছেন। যেখানে কোন অনিয়ম বা ভুলের অবকাশ নেই। তাহলে শুধু শুধু আমাকে দোষারোপ করা ও আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো অতীব দুঃখজনক এবং এর মাধ্যমে আমার মানহানী করার চেষ্টা করা হচ্ছে। যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করি। তাই সাংবাদিক ভাইদের আমি অনুরোধ জ্ঞাপন করব আপনারা সরেজমিনে আরও তথ্য নিয়ে সঠিক খবর প্রকাশ করলে সবাই উপকৃত হবে এবং অত্র স্কুলের কার্যক্রমকে এগিয়ে নিতে সকল সাংবাদিকদের সহায়তা কামনা করছি।