নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সমন্বয়কারী মাওলানা আব্দুল আউয়ালসহ দুইজনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অন্য আসামা হলেন, মাওলানা জাকির হোসেন কাশেমী।
বুধবার (৯ মে) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল (ঘ বন্দর) আদালতে এ মামলা দায়ের করেন জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি রাহাত হাসান রাব্বি।
মামলার বাদীর আইনজীবী এএমএ একরামুল হক জানান, চলতি বছরের ২৩ মার্চ বন্দরের একটি ওয়াজ মহফিলে জশনে জুলুসের র্যালি নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বাদী এটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ করে উক্ত আদালতে অভিযোগ করেছেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।