নিজস্ব প্রতিবেদক:
৩৭নং আমলাপাড়া আইইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৭ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ এবং সহকারী শিক্ষক পুতুল রাণী সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে বুধবার (৯ মে) বিকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল।
অহীন্দ্র কুমার মন্ডল বলেন, একটা মেধাকে তিলে তিলে আলোতে পরিনতি করে আলোতে পরিণত করা হলো মেধার লক্ষ্য। আমরা মান সম্মত প্রাথমিক শিক্ষা থেকে আমরা পিছিয়ে আছি। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনার বাচ্চা শিক্ষিত হয় তবে দেশ জাতির উন্নতি হবে। বাচ্চাদের শিক্ষার বিষয়ে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে আরিফ আলম দীপু বলেন, পুঁথিগত বিদ্যা নয়, সঠিক সব রকম জ্ঞানের আলোতে আলোকিত হতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা যেনো নিজের সন্তানদের ফার্মের মুরগী বানিয়ে না রাখেন এবং শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত চাপ প্রয়োগ থেকে বিরত থাকার আহবান জানান।
আলোচনা শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট তুলেন দেন অতিথিরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, তাফসির রশিদ সায়ফার নুর, হুমায়রা ইসলাম, সিদরাতুল হক মোল্লা, ওমর ফারুক রওনক, কিশোর দত্ত, কানিজ আয়শা, নাবিয়া প্রিয়ন্তি, মারিয়া খাতুন, যুতি সরকার প্রমুখ।
এছাড়াও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যেল মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল হক, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হাসান প্রমুখ।