আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুর সিটি নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছে ইসি

আদালতে যাচ্ছে ইসি

আদালতে যাচ্ছে ইসি

সংবাদচর্চা রিপোর্ট:

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। গণমাধ্যমে নির্বাচনী সংবাদ ও ফল সংগ্রহ এবং প্রচারবিষয়ক নীতিমালা প্রণয়ন বিষয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমরা এখন পর্যন্ত আদালতের লিখিত কপি পাইনি। আইনজীবীর সার্টিফায়েড কপি পেয়েছি। সেই কপির আলোকে আমরা এরই মধ্যে হাইকোর্টে আপিল করার নির্দেশনা দিয়েছি। আপিল করার জন্য দুজন আইনজীবীও ঠিক করা হয়েছে।’

সচিব আরো বলেন, ‘আমরা যুক্তিসংগত কোনো নোটিশ পাইনি কিংবা পর্যাপ্ত সময়ও আমাদের দেওয়া হয়নি।’

যে ছয়টি মৌজা-সংক্রান্ত ঝামেলা নিয়ে নির্বাচন স্থগিত হয়েছে, সেই মৌজাগুলো নিয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বা জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ‘এখানে কোনো আইনি জটিলতা আছে কি না, তা আমরা নিশ্চিত হয়েছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে, তার পরে আমরা নির্বাচনী তফসিল ঘোষণা করেছি।’

হাইকোর্টের আদেশের প্রতি সম্মান রেখে নির্বাচন কমিশন গাজীপুরে সকল নির্বাচনী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জানিয়ে সচিব বলেন, ‘এখন আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

টি.আই