নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ এনে ৮জনের নাম উল্লেখ সহ ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে। ফতুল্লা থানাধীন উত্তর চাষাড়া চাঁনমারী নিবাসী মো. আরিফ (২৪) বাদি হয়ে সোহেল (৩৮), রাসেল (৩৫), আলমগীর (২৩), সেন্টু (৩৮), পান্না (২৮), পায়েল (২৫), চয়ন (২৪), আরমান (৩৫) সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৩ মে সন্ধ্যা বেলা (আনুমানিক ৬টা) সেকশন বাড়ির মাঠে ক্রিকেট খেলা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তগণ দেশীয় অস্ত্র, লোহার রড, ভারী কাঠ, ছুরি, চাকু, রামদা, সুইচ গিয়ার ইত্যাদি সহ এসে মো. আরিফের উপর অতর্কিতভাবে হামলা করে। এসময় অভিযুক্ত সোহেল আরিফের গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক সবুজবাগ নিয়ে এলোপাথারিভাবে মারধর শুরু করে। এসময় আরেক অভিযুক্ত আলমগীর তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে আঘাত করলে আরিফের বা হাতের কনুইতে লেগে রক্তপাত হতে থাকে। আরিফ আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে আভিযুক্ত অন্যান্যরা তাকে লোহার রড দ্বারা মারতে থাকে। মারধরের এক পর্যায়ে অভিযুক্ত পান্না সুইচ চাকু দিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে আঘাত করলে বা হাতের বৃদ্ধাঙ্গুরে লেগে রক্তপাত শুরু হয়। এসময় পায়েল চাকু দিয়ে আরিফের চোখে আঘাত করে। খবর পেয়ে আরিফের ছোটভাই মো. নাঈম (১৭) এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এসময় নাঈমের বুকে ও হাতে গুরুতর আঘাত করা হয়। এসময় আরিফের পকেটে থাকা ৩০,০০০ ও নাঈমের পকেটে থাকা ৫০০০ টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায় বলৌ উল্লেখ করা হয় অভিযোগপত্রে। এসময় চিৎকার শুনে আশেপাশের লোক আসতে দেখে তারা চলে যায় এবং চলে যাবার পূর্বে ভবিষ্যতে পেলে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।