আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিম ওসমান স্মরণে উত্তর চাষাড়ায় মিলাদ ও দোয়া

নাসিম ওসমান স্মরণে

নাসিম ওসমান স্মরণে

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত একেএম নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মে) বাদ জোহর নগরীর উত্তর চাষাড়া বাগে মসজিদের সামনে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা খালেদ বিন আজিজের (ডালিম) উদ্যোগে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত একেএম নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান। এ সময় প্রয়াত এমপি’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে গরীব ও দুস্থদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
বক্তব্যে পারভীন ওসমান বলেন, ‘প্রয়াত এমপি একেএম নাসিম ওসমান স্মরণে আপদের এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করায় ওসমান পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে উনার আত্মার মাগফেরাত ও বেহেস্ত নসিব কামনা করে দোয়া করবেন।’
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, সদস্য মোঃ নাসির, সুমন আহমেদ, ঝিকু আহমেদ প্রমুখ ।