আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের সড়কে প্রাণ গেল অজ্ঞাত ১ ব্যক্তির

সড়কে প্রাণ গেল

রূপগঞ্জে সড়ক

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দীলিপ কুমার জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে দিকে ওই ব্যাক্তি মৌচাক এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাঁচপুরমুখি অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ঘাতক গাড়ি বা চালক কাউকেই আটক করা সম্ভব হয়নি।
এদিকে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে।
সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাতাল মর্গে পাঠানো হয়।