নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে গাজীপুরে পালিয়ে যাওয়া ধর্ষককে আটক করেছে পুলিশ। ফতুল্লায় স্কুল ছাত্রীকে (১২) ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে হানিফ মিয়া (৪৫) নামে অই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি কলার আড়ৎ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হানিফ মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার কালিগঞ্জ বাজার এলাকার মৃত হাসু মিয়ার ছেলে। তিনি স্ব-পরিবারে ফতুল্লার কুতুবআইল হাজী সাইজুদ্দিন মাদরাসা সংলগ্ন এলাকার আবুল মেম্বারের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার কান্তি দাস জানান, ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা পোশাক কারখানায় চাকরি করেন। আর বাবা দিনমজুর। তাদের দুই কণ্যা সন্তান রয়েছে। গত ২৩ এপ্রিল সকাল ৮টায় কিশোরীকে বাসায় একা রেখে তার মা ছোট মেয়েকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেই সুযোগে একই বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়া মেয়েটিকে ডেকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কৌশলে হানিফ ঘর থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ঘটনার তিনদিন পর মেয়েটির মা বাদী হয়ে হানিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এসআইই তুষার কান্তি আরও জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে হানিফকে গ্রেপ্তার করা হয়।