সোনারগাঁ প্রতিনিধি:
বাংলাদেশে বিড়ি শিল্প রাখবনা অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিড়ি ভোক্তাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ অঞ্চলের বিড়ি ভোক্তাদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেওয়া বক্তরা বলেন, আমরা গাজাঁ, ইয়াবা, ফেন্সিডিল খাইনা আমরা গরীব বলে বিড়ি খাই। সিগারেট চালু করে বিড়ি শিল্প বন্ধ করা চলবেনা। বক্তরা অর্থ মন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, অর্থমন্ত্রী আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও তার আদর্শ মেনে চলেন তাহলে কোনো ভাবেই বিড়ি শিল্পকে গলা টিপে হত্যা করতে পারেননা।
মানববন্ধনে অংশ নেন, নারায়ণগঞ্জ জেলা বিড়ি ভোক্তা সমিতির সভাপতি মো: আলী অনু, সোনারগাঁ অঞ্চলের সভাপতি রবি সরকার, সাধারন সম্পাদক মুদি মিয়া, বন্দর অঞ্চলের সভাপতি দেলোয়ার হোসেন, গজারিয়া অঞ্চলের সভাপতি রাজু আহাম্মেদ, সদস্য স্বপন সরকার, শাহীন কামাল প্রমূখ।