আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেড়ায় অধ্যাপক আবু সাইয়িদের আগমন উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা

বেড়ায় অধ্যাপক আবু সাইয়িদের আগমন
বেড়ায় অধ্যাপক আবু সাইয়িদের আগমন

জয়নগর মির্জা বাড়ি

নবকুমার: আ.লীগের সাবেক তথ্যপ্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু সাইয়িদের বেড়া উপজেলায় আগমন উপলক্ষে আ.লীগের নেতাকর্মীরা প্রস্তুতি সভা করেছে।

বৃহষ্পতিবার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের জয়নগর এলাকায় উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত  সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনা সভা ও বিভিন্ন স্থান পরিদর্শন করেছে।

আগামী ৫ই মে অধ্যাপক আবু সাইয়িদ  কৈটোলা ও হাটুরিয়া নাকালিয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করবেন।

এ সময় প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বেড়া উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,সাংবাদিক সরদার মাহমুদ সোহেল,কাওছার আহমেদ মাসুমসহ স্থানীয় আ.লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।