আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচনে রূপগঞ্জে গাজীকে বিজয়ের লক্ষে রাজ পথে হাই,বাদল,দিশেহারা বিএনপি

গাজীকে বিজয়ের

গাজীকে বিজয়ের
সংবাদচর্চা রিপোর্ট :একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে জমে উঠেছে আ.লীগের প্রচারণা। সারা উপজেলায় বইতে শুরু করছে নির্বাচনী হওয়া। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে ভোটের আলোচনা।রূপগঞ্জে দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ ১ আসন গঠিত । এখানে ভোটার রয়েছে প্রায় তিন লক্ষ ।

২০০৮ সালের ২৯ শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত হেভিওয়েট প্রার্থী কাজী মনিরুজ্জামান কে বিশাল ব্যবধানে হারিয়ে নতুন মুখ হিসেবে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন বিশিষ্ট শিল্পপতি রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

আ.লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে রাস্তা, ঘাট,সেতু,ফ্লাইওভার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রসা,মন্দিরসহ দৃশ্যমান উন্নয়ন করে রূপগঞ্জবাসির নজর কেরেছে গোলাম দস্তগীর গাজী ।তিনি দশম জতীয় সংসদ নির্বাচনে প্রায় দেড় লক্ষ ভোটের বিশাল ব্যবধানে টানা ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

একটি বিশেষ সুত্রের মাধ্যমে জানা গেছে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুডবুকে রয়েছে গোলাম দস্তগীর গাজী। কেন্দ্রের নির্দেশে তিনি রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করেছে।আগামী নির্বাচনে আ.লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে বিজয়ের লক্ষে এরই মধ্যে রাজপথে নেমেছে নারায়ণগঞ্জ জেলা আ.লীগের সভাপতি আঃহাই সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল।

এদিকে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির রয়েছে তিন জন হেভিওয়েট প্রার্থী। প্রার্থী থাকলে কি হবে তাদের মধ্যেও রয়েছে চরম দ্বন্দ্ব।
আগামী নির্বাচনে রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম শুনা যাচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ,বিএনপির কেন্দ্রী কার্যনিবাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

জানা গেছে কাজী মনিরুজ্জামানের সাথে তৈমূর আলম খন্দকারের ও দিপু ভূইয়ার সাথে তৈমূরের ত্রিমূখী দ্বন্দ্বে বিএনপির কর্মীরা খন্ডে খন্ডে বিভক্ত রয়েছে।বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে।বিএনপির কেন্দ্রীয় কোন কর্মসূচি থাকলে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায় না।রূপগঞ্জে বিএনপির মধ্যে যখন দ্বন্দ্ব চরমে তখন আ.লীগের মধ্যে ঐক্যের সুর বেজে উঠছে।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা আ.লীগের সভাপতি আঃ হাই ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল এবং নারায়ণগঞ্জ ১ আসনের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী নৌকাকে বিজয়ের লক্ষে কাজ শুরু করে দিয়েছে।সম্প্রতি একটি অনুষ্ঠানে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল গাজী শ্লোগানে মুখরিত করে তোলে এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন গাজী সাহেব ভালো মনের মানুষ,রূপগঞ্জে গাজী আছে গাজীই থাকবে।জেলা আ.লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন ,রূপগঞ্জে নৌকাকে বিজয়ী করতেই হবে। কোন প্রকার গ্রুপিং চলবে না।

রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর বিশাল কর্মীবাহিনী রয়েছে। তিনি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নতুন ভোটারদের বেশ আস্থা অর্জন করেছেন।বিভিন্ন সময়ে দেখা গেছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী জনসভা ডাকলে জনতার ঢল নামে।

জানা গেছে গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জেলা আ.লীগের সভাপতি আ:হাই সাধারণ সম্পাদক ভিপি বাদল নারায়ণগঞ্জ ১ আসনে গোলাম দস্তগীর গাজীর পক্ষে মাঠে নামায় ঐক্যবদ্ধ হয়েছে আ.লীগ যা দেখে দ্বন্দ্বে বিভাজিত দিশেহারা বিএনপি।