আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় দুর্ধর্ষ ডাকাতি, নগদ ৮৫ লাখ টাকা লুট

দুর্ধর্ষ ডাকাতি

দুর্ধর্ষ ডাকাতি

 

 

সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মদিনা টাওয়ারে অবস্থিত ইউনিলিভার ও নেসলে বাংলাদেশ নামে দুটি কোম্পানীর পরিবেশক (ডিষ্টিবিউটর) কার্যালয়ে গত রোববার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল মার্কেটের নিরাপত্তা প্রহরীদের হাত পা বেধে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৮৫ লাখ টাকা লুট করে নেয়।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত মদিনা টাওয়ারে রোববার রাত ২টায় ৫/৭ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাত দল মার্কেটের নিরাপত্তা প্রহরীদের মুখ, হাত পা বেধে ফেলে। প্রথমে ইউনিলিভার বাংলাদেশ কোম্পানীর পরিবেশক (ডিষ্টিবিউটর) কার্যালয়ে তালা ভেঙ্গে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে ৭৫ লাখ টাকা লুট করে নেয়। পরে পাশের নেসলে কোম্পানীর কার্যালয়ে প্রবেশ করে তাদের ক্যাশ বাক্স থেকে সাড়ে ৮ লাখ টাকাসহ মালামাল লুট করে নেয়।
নেসলে বাংলাদেশের পরিবেশক মাহমুদুল হাসান জানান, ব্যাংক বন্ধ থাকায় গত তিন দিনের মাল বিক্রির সাড়ে ৮ লাখ টাকা অফিসের ক্যাশে ছিল। ক্যাশ বাক্স থেকে নগদ টাকাসহ ৪/৫ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতদল।
ইউনিলিভার বাংলাদেশে’র পরিবেশক মহসিন মিয়া জানান, গত তিন দিন ব্যাংক বন্ধ থাকায় আমাদের ক্যাশ বাক্সে নগদ ৭৫ লাখ টাকা ছিল। ডাকাতরা ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৭৫ লাখ টাকা লুট করে নেয়।
এ দিকে খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ ঘটনায় সিসি ক্যামেরায় ডাকাতদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা প্রহরীদের আটক করা হয়েছে।