নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে দুদকের কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, পিপিএম এর আয়োজনে নড়াইলে আগত দুদক কমিশনার (তদন্ত) এ.এফ.এম. আমিনুল ইসলামকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার (২৭ এপ্রিল) বেলা ২টার দিকে নড়াইল জেলা পরিদর্শনে আসেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (তদন্ত) এ.এফ.এম. আমিনুল ইসলাম। আর এ উপলক্ষে নড়াইল পুলিশের পক্ষ থেকে জেলার সার্কিট হাউজ প্রাঙ্গণে পুলিশ সুপার সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, পিপিএম নিজে উপস্থিত থেকে তাকে স্যালুট প্রদর্শনসহ অভ্যর্থনা জানান। এ সময় কমিশনারকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়। এ প্রসঙ্গে পুলিশ সুপার সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে বলেন, নড়াইল জেলা পরিদর্শনে আসেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (তদন্ত) এ.এফ.এম. আমিনুল ইসলাম। তিনি এ জেলার মেহমান এবং একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁকে যথাযোগ্য মর্যাদায় স্বাগত জানাতে পেরে নড়াইল পুলিশ সত্যিই অনেক আনন্দিত।