সংবাদচর্চা রিপোর্ট:
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তফসিল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। ভোট গ্রহণ আগামী ৩০ শে জুন। সকাল ৯ টা হতে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
বিকেএমইএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক কে চেয়ারম্যান এবং বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাশেদ সারোয়ার এবং নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিউল আলম ফেরদৌসকে নিয়ে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাক্তার শাহনেওয়াজ চৌধুরীকে চেয়ারম্যান এবং ব্যবসায়ী সরজ কুমার সাহা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহসিন মিয়াকে সদস্য করে আপিল বোর্ড গঠন করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪মে এর মধ্যে জেনারেল, অ্যাসোসিয়েট, ও ট্রেড গ্রুপের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদানের শেষ দিন। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ মে ও ২ জুন আপীল বোর্ডের কাছে প্রাথমিক ভোটার তালিকায় আপত্তি প্রদানের শেষ দিন ধার্য করা হয়েছে। আপীল বোর্ডের আপত্তির শুনানী শেষে ৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ৫ জুন এবং জমাদানের শেষ তারিখ ৬ জুন ও ৭জুন মনোনয়নপত্র বাছাই এবং বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
৯জুন বাতিল হওয়া মনোনয়ন পত্র সংক্রান্ত আপত্তি দাখিলের শেষদিন এবং ১০ জুন আপত্তির শুনানী অনুষ্ঠিত হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ জুন। ২০ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ৩০ জুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচনের ভোট গ্রহন।