নিজস্ব প্রতিবেদক:
নাবা স্কুল বৈশাখী দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের পশ্চিম তল্লাস্থ নাবা স্কুলের অর্কিড মিলনায়তনে এ পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদেশী ঔষধ কোম্পানি মুন্ডি ফার্মার বাংলাদেশের প্রধান বিপণন ব্যবস্থাপক মো: আবু রায়হান।
মো: আবু রায়হান বলেন, শিশুকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খেলতে দিতে হবে। প্রতিটি শিশুর খেলার অধিকার আছে। আর এ সুযোগ করে দেবেন অভিভাবকরা। খেলার মাঠের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। নাহার চেস একাডেমী ছেলে মেয়েদের দাবা খেলার একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। প্রতি বছর নতুন নতুন ক্ষুদে প্রতিভাবান দাবাড়– তৈরি করছে। এটি আমাদের নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বড় প্রাপ্তি।
নাহার চেস একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবা স্কুলের উপাধ্যক্ষ সোনিয়া আজাদ এবং সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ও আন্তর্জাতিক রেটেড দাবাড়– মো: ফরিদ উদ্দিন।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত ‘পদক্ষেপ’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সমাজ উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ অনুষ্ঠানে মো: আবু রায়হানকে নাহার চেস একাডেমীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
গত ১৫ এপ্রিল রবিবার অনুষ্ঠিত নাবা স্কুল বৈশাখী দাবা প্রতিযোগিতার অপরাজিত চ্যাম্পিয়ন হন নারায়ণগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির মোছা: ঝরনা বেগম, রানার আপ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির রায়হান ইসলাম ও তৃতীয় স্থান অর্জনকারী নাবা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তানজিনা আক্তার চম্পা অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।