নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৯জনকে আটক করেছে। এদের মধ্যে দুই জন মাদক ব্যবসায়ী ও সাত জন জুয়াড়ি।
পুলিশ জানায়, বুধবার (১৮ এপ্রিল) দিনগত রাতে উপজেলার হাটাব, চণপাড়া ও ভোলানাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জুয়াড়ি হায়দার, আওলাদ, আজিজুল, মনির হোসেন, ইব্রাহীম, মহিদুল, গোলজার হোসেন এবং বিয়ারসহ জাহিদ ও রাশিদুল।
পুলিশ জানায়, হাটাব এলাকায় জুয়া খেলার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করা হয়। এবং অপর আটককৃতরা তাদের নিজ নিজ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের ভোলানাথপুর এলাকা থেকে জোনায়েদ আলী জাহিদ ও রাশিদুলকে ৬ ক্যান বিয়ারসহ আটক করা হয় এবং ছনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফারুক মিয়ার ঘর থেকে ১ শ’ ১৫ বোতল ফেনসিডিল ও ১ শ’ ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ফারুক মিয়া দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।