আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক ফুটবলার মির্জা আব্দুল বাতেন আর নেই…

মির্জা আব্দুল বাতেন আর নেই

মির্জা আব্দুল বাতেন আর নেই

নবকুমার:

বি.জে.এম.সি ফুটবল দলের সাবেক অধিনায়ক মির্জা আব্দুল বাতেন ইন্তেকাল করিয়াছেন (ইন্না-ইল্লাহি-ওয়া…..-রাজিউন)।তার মৃত্যুতে  পাবনার বেড়া উপজেলার জয়নগরে শোকের ছায়া নেমে এসেছে। মির্জা বাতেনের মৃত্যুতে বেড়াবাসি একজন ভালো মনের মানুষকে হারাল।

তিনি দীর্ঘ দিন লাঞ্চ ক্যানসারের সাথে লড়াই করে গতরাতে ঢাকা তে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  না ফেরার দেশে চলে যান। সকাল ৮ টায় তার ঢাকার উত্তরাস্থ বাস ভবনে প্রথম নামাজে-জানাজা অনুষ্ঠিত হয়।

মির্জা আব্দুল বাতেন ছিলেন মির্জা পরিবারের সন্তান। তার চাচা পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা আ: আউয়াল,বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মির্জা আ: জলিল,সাবেক মন্ত্রী মিজা হালিম।

তিনি বেড়া উপজেলা কৃষকলীগের আহবায়কের দায়িত্ব পালন সহ বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।তারা দাফন জয়নগর পারিবারিক কবরস্থানে  হওয়ার কথা রয়েছে।

 

বিস্তারিত আসছে…