আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িগঙ্গায় অভিযান চালিয়ে ৩০ মন জাটকা উদ্ধার

জাটকা উদ্ধার

জাটকা উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:
বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের কোস্ট গার্ড সদস্যরা ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩০ মন (১ হাজার ২ শ’ কেজি) অবৈধ জাটকা মাছ উদ্ধার করেছে।
পাগলা স্টেশানের কোস্ট গার্ড এর টিম লিডার পেটি অফিসার এম জলিল অভিযানের নেতৃত্বে বুধবার (১৮ এপ্রিল) ভোররাতে বুড়িগঙ্গা নদীর কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমভি রাসেল-৫ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো উদ্ধার করা হয়।
কাস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান জানান, জব্দকৃত মাছগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস অফিসের মাধ্যমে ১৪টি মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থ্যদের মধ্যে বিতরণ করা হয়।