আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ জেলা আওয়ামীলীগের মুজিব নগর দিবস পালন

মুজিব নগর দিবস

মুজিব নগর দিবস

 

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) দুই নং রেল গেইটের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।
সভাপতির বক্তব্যে আব্দুল হাই বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি চিরস্মরনীয় দিন আজ। আজকের এইদিনে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিব নগর থেকে স্বাধীনতার ঘোষনাপত্র জারি করা হয় এবং এর মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়।এরপর ২৬ শে মার্চ শেখ মুজিবুর রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষনাকে এর মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. আবু জাফর চৌধূরী বলেন, যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, পেতাম না সোনার বাংলাদেশ, আজ এই বাংলাদেশ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদান। তাই আজকের এই দিনটি আমাদের কাছে চির স্বরণীয়। আজকের দিনটি আমরা গর্বিত। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু কণ্যা কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের ভাগ্যে পরিবর্তন হতে সময় লাগবেনা। যদি নৌকা বারবার জয়লাভ করে। তাই আমরা নারায়ণগঞ্জ ৫টি আসনেই নৌকার প্রতিক চাই।

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতি

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব কাদির ডিলার।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব কাদির ডিলার, শরিফুদ্দিন বাবু সিকদার, হাবিবুর রহমানসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ তাতীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।