বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ মারামারি মামলার এজাহারভূক্ত আসামী সন্ত্রাসী রাসেল ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো সম্প্রতি বন্দর থানার ফুলহর বাসস্ট্যান্ড এলাকায় রেলওয়ে সম্পত্তি দখলকে কেন্দ্রে করে ২ পক্ষের সংঘর্ষের মামলার এজাহারভূক্ত আসামী ফুলহর এলাকার লেংরা শুক্কুর মিয়ার ছেলে রাসেল (৩৫)। ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর বাবুপাড়া এলাকার আব্দুর বারেক মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূুক্ত আসামী রাসেল (৩৫) একই থানার মদনগঞ্জ এলাকার সেলিম মিয়ার ছেলে মারামারি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তপন (২০) ও মুখফুলদী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে এখাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হুমায়ন কবির (৩২)।
এ ছাড়াও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে চুরি প্রস্ততি কালে মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম মোল্লা ছেলে চোর আকাশ (১৭) ও মদনগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে অপর চোর তুহিন (১৯)কে গ্রেপ্তার করে।
ধৃতদের মধ্যে সন্ত্রাসী রাসেলকে মারামারি মামলায় ও অপরধৃত ৩ জনকে পৃথক ওয়ারেন্ট এবং ধৃত ২ চোরকে ৫৫ ধারায় সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।