রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে বাংলা ১৪২৫ বর্ষ বরণ করে বাউল গানের অনুষ্ঠান করেছে গোলাকান্দাইল ইউনিয়ন পরিবহণ শাখার শ্রমিকরা। গত ১লা বৈশাখ শনিবার ১৪২৫ সকাল ৮টায় এশিয়ান সড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল গোল চত্তর ব্রীজ এলাকায় অনুষ্ঠিত হয়।
জাতীয় পরিবহন শ্রমিক লীগের গোলাকান্দাইল ইউনিয়ন উত্তর শাখার সভাপতি ইয়াছিন মোল্লা ও সাধারণ সম্পাদক তালাল মিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পবিত্র কোর-আন তেলায়তের মধ্য দিয়ে শুরু হয়ে একটানা বিকাল ৫টায় শেষ হয়। এসময় এখানে বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেয়।
তাদের মধ্যে বাউল শিল্পী বাউল সোহেল, বাউল মমতাজ ও বাউল ফারজানা আক্তার বাংলার জনপ্রিয় বাউল সংগিত পরিবেশন করে। গানে গানে মেতে উঠে হাজারো শ্রুতা। এছাড়াও নৃত্যের তালে তালে নববর্ষকে বরণ করে কমল-মতি শিশু কিশোরের দল।