আজ বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে কোন বেকার থাকবে না‘অসংখ্য চাকরি নিয়ে অপেক্ষা করছে আইটি খাত

চাকরি নিয়ে অপেক্ষা করছে

চাকরি নিয়ে অপেক্ষা করছে

সংবাদচর্চা রিপোর্ট:

পড়ালেখা শেষ করে দেশের তরুণ প্রজন্মকে সরকারি চাকরির জন্য অপেক্ষা করার দরকার নেই, কারণ অসংখ্য চাকরি নিয়ে তথ্যপ্রযুক্তি (আইটি) খাত অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস প্রতিবছর মাত্র তিন থেকে চার হাজার মানুষকে চাকরি দেয়। এটা সংখ্যায় স্বল্প। আমরা এর চেয়ে বেশি নিচ্ছি আমাদের তথ্যপ্রযুক্তি খাতে।’

মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য ডিজিটাল আইন করা হয়নি, বরং দেশের সংখ্যালঘুদের রক্ষাসহ বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতেই এ আইন করা হয়েছে বলে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে মৌলবাদী শক্তিকে উসকে দেওয়া কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গ টেনে সজীব ওয়াজেদ বলেন, ‘স্বাধীন মত প্রকাশ বন্ধ করার জন্য নয়, বরং সংখ্যালঘুদের রক্ষা এবং বিভ্রান্তি ছড়ানো বন্ধের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘যদি কোনো বক্তব্য সহিংসতা সৃষ্টি করে, বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে, তাহলে ওই বক্তব্যকে স্বাধীনভাবে চলতে দেওয়া যায় না।’

তৃতীয়বারের মতো আয়োজিত দুদিনব্যাপী বিপিও সম্মেলনে কর্মশালাসহ ১১টি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি শতাধিক বক্তা অংশ নেবেন।

স্পন্সরেড আর্টিকেলঃ