আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ তিতাস

সিদ্ধিরগঞ্জ তিতাস

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এনড ডিষ্ট্রিবিউশন লি:।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দিনব্যাপী চলা এ অভিযানে দুটি অবৈধ সংযোগ বিচ্ছিন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানাধীণ মিজিমিজি এলাকায় মারুফ এন্টারপ্রাইজ নামক একটি কয়েল ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের কর্মকর্তারা। এরপর সিদ্ধিরগঞ্জের আল আমিন নগরে ২ ইঞ্চি বিতরণ লাইন অবৈধভাবে নেওয়ার সময় তা বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এনড ডিষ্ট্রিবিউশন লি: নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী জাফরুল আলম অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে বলেন, মিজিমিজিতে কয়েল ফ্যাক্টরীতে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া হয়েছিলো আর আল আমিন নগরে ২ ইঞ্চি বিতরণ লাইন টানা হয়েছিলো অবৈধভাবে। আমরা আজকে তা বিচ্ছিন্ন করে দিয়েছি। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার আবদুল কবীর, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার, এসিস্ট্যান্ট টেকনিশিয়াণ অফিসার আজিজার রহমান, তিতাসের ষ্টাফ আবুল খায়ের, শরিফ, বাতেন প্রমূখ।