আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে শার্শার ৩ যুবক নিহত

লিফট ছিঁড়ে

লিফট ছিঁড়ে

বেনাপোল প্রতিনিধি: মালয়েশিয়ার একটি ভবনে কাজ করার সময় লিফট ছিঁড়ে যশোরের শার্শা ও ঝিকরগাছার তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, শার্শার বেনাপোল ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) এবং ঝিকরগাছার ছোট-পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)। এ খবর বাংলাদেশে পৌছানোর পর নিহতদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের স্বজনরা জানান, জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির ওই নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন এই তিন বাংলাদেশি। সেখানে লিফটে কাজ করার সময় তার ছিঁড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি।

এ খবর শুনে তাদের বাড়িতে ছুটে যান শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। তিনিএ সময় দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জানান, তিনজনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।