আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

মাদারীপুরে

মাদারীপুরেমাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে ট্রাক চাপায় আলী চোকদার (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা ঝাড়ু দেবার সময় একটি ট্রাক পিছন থেকে আলী চোকদারকে ধাক্কা দেয়। এই ঘটনায় স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নিহত আলী চোকদার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের মোকসেদ চোকদারের ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।