আজ রবিবার, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে কারেন্টজাল ও জাটকা মাছ উদ্ধার

বন্দর প্রতিনিধি:
বন্দর উপজেলার মৎস অধিদপ্তর ও কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫ কেঁজী জাটকা মাছ উদ্ধার করেছে। তবে কারেন্টজাল ও জাটকা মাছ উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার বন্দরের ৩ নদীর মহনা থেকে কারেন্টজাল ও জাটকা মাছ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বন্দর উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তার জাানিয়েছে, এ মাসে ইলিশ মাছ বা জাটকা মাছ আহরন ও সরক্ষনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না অসাধু জেলেরা। তারা আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রতিরাতে ৩ নদীর মহনায় অবাধে জাটক মাছ ধরে রুপালী ইলিশের বংশ বিস্তারের মারাত্মক বেঘাত সৃষ্টি করছে। তিনি আরো জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ এসআই সাইফুলসহ তার সঙ্গীয় র্ফোসের সহতায় ৩ নদীর মহনা থেকে ৭০ হাজার মিটার কারেন্টজাল ও ৫ কেজী মাছ উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসি। পরে উদ্ধারকৃত কারেন্টজাল আগুনে পুড়ে ধ্বংশ করা হয়। এবং জব্দকৃত ৫ কেজী জাটকা স্থানীয় এক মাদ্রাসায় বিতরণ করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ