আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবরস্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

কবরস্থান থেকে

কবরস্থান থেকে

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে বন্দর থানার বড় আঁচড়া গ্রামের একটি কবরস্থান থেকে একটি এয়ারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (৭ এপ্রিল) রাত ৯টার এ অভিযান পরিচালিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, বেনাপোলের বড় আচঁড়া গ্রামের প্রাইমারি স্কুলের পাশের কবরস্থানে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে একটি টহলদল বড় আঁচড়ার জিআর-৮৬৭৪৬৫, এমএস-৭৯ এ/১৬ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় দুই রাউন্ড গুলি ও একটি ভারতীয় এয়ার গান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হযয়েছে বলে জানান তিনি।