আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজৈরে বজ্রপাতে কৃষক মারা গেছে

মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের পাঠানকান্দি এলাকায় শনিবার ভোরে বজ্রপাতে রহমান হাওলাদার (৬০) নামের এক কৃষক মারা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে রহমান হাওলাদার বাড়ির পাশের জমিতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে সে মারাত্মক আহত হয়। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ওসি (অপারেশন) ইমতিয়াজ আহমেদ জানান, এ ব্যাপারের থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।