আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে অবৈধ পার্কিং উচ্ছেদ চালিয়েছে ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ।
জেলা ট্রাফিক পুলিশ এর ইন্সপেক্টর শরফুদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপরে এই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় সহযোতিা করেন ট্রাফিক পুলিশের (রেকার-১) এর এএসআই তবিবুরসহ সঙ্গীয় ফোর্স।
এএসআই তবিবুর জানান, অবৈধ পার্কিং এর অপরাধে দুইটি গাড়ি চালককে আর্থিক জরিমানা করা হয়েছে। উভয়কে ২ হাজার টাকা করে অর্থ জরিমানা করা হয়। এদের মধ্যে একটি গাড়ি রাস্তার পাশে অবৈধভাবে পার্ক করা ছিল অন্যটি রূপালী ব্যাংকের সামনের ফুটপাতের উপরে পার্ক করা ছিল।