রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার্থীরা ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ অ+ সহ ৫ জন ট্যালেন্টপুল ও ৬ সাধারন গ্রেডে মোট ১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় আনন্দ র্যালী বের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে এ র্যালীটি বের করা হয়। ্এতে উপস্থিত ছিলেন , হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ হানিফ সাউদ, কাউন্সিলর আশরাফুল ইসলাম, হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক খাদিজা আক্তার , সহকারী প্রধান শিক্ষক হাজেরা খাতুন , সহক্রী শিক্ষক পরমেশ মন্ডলসহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।