আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই স্কুলসহ একশ’ ঘর

পুড়ে ছাই

পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় কাইয়ুমপুর জামিয়া ইবনে আব্বাস মাদ্রাসার পাশে ষাটবাড়িতে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন আনে। ততক্ষনে পুরে ছাই হয়ে গেছে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলসহ প্রায় একশ’ ঘর।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আজ বৃহষ্পতিবার বেলা ১১টার আগুন লাগার ঘটনা ঘটে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে কোন এশটি ঝুটের গোডাইন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এখানকার বাড়িগুলোতে গার্মেন্টস শ্রমিক ও নিন্মআয়ের মানুষ পারিবার নিয়ে ভাড়া থাকতো। প্রায় দশটির মতো গার্মেন্টের ঝুটের গোডাউন রয়েছে এখানে।