নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শহীদ জিয়া আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জজ কোর্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে।
নারায়ণগঞ্জ আইনজীবী ভবনের সামনে মঙ্গলবার (৩ এপ্রিল) এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ৷
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকার বাকশালী সরকার ৷ যারা ভোট বিহীন নির্বাচন করে ক্ষমতায় এসেছে, তার ধারাবাহিকতায় আবারও ক্ষমতার আসতে চায়। আওয়ামীলীগ অবৈধ নির্বাচন করে পাকিস্তানি মতাদর্শ বিস্তার করে এদেশের গনতন্ত্র কে হত্যা করেছেন এবং পুলিশ বাহিনীর উপর ভর করে সরকার টিকে আছেন ৷
তিনি আদালত এর বিচার ব্যবস্থা ও নিরপেক্ষতা কামনা করে বলেন এদেশের আদালতে হত্যা মামলার জামিন হয়, আর বেগম জিয়ার জামিন হচ্ছেনা, নিম্ন আদালত বিরোধী দল বলে তাঁদের জামিন নাই বলে ৷
তিনি আরো বলেন, আমরা আন্দোলন এর মাধ্যমে আমাদের নেত্রীর মুক্তি করে ছাড়বো, নিরপেক্ষ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গনতন্ত্রের পক্ষে জয়ী হবে বলে দাবী রাখেন ৷
শহীদ জিয়া আইনজীবীর পরিষদের এডভোকেট সরকার হুমায়ূন কবির বলেন, বেগম খালেদা জিয়াকে ৮ ফ্রেব্রুয়ারি অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করায় সরকারকে তিব্রনিন্দা জানান। এবং অবিলম্বে তার মুক্তির জন্য জোর দাবি রাখেন ৷ তিনি সরকারকে পাকিস্তানি প্রেতাত্মা বলে আখ্যায়িত করে বলেন, জেনারেল ইয়াহিয়া খান ভূট্টো, কেউই পার পায় নাই এই বাংলাদেশে তাই শেখ হাসিনা সরকার অবৈধ সরকার সেও পার পাবেনা বলে মন্তব্য করেন ৷
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এডভোকেট. ফারুক এডভোকেট সারোয়ার প্রমুখ।