আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশ্মিরে কারফিউ জারি,জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ

কাশ্মিরে কারফিউ

কাশ্মিরে কারফিউ

সংবাদচর্চা ডেস্ক:

কাশ্মিরে কারফিউ জারি করা হয়েছে।ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। ওই সংঘর্ষে আহত হয় প্রায় ২০০ জন। কর্মকর্তারা জানিয়েছেন, একদিনের সংঘর্ষে এত লোকের মৃত্যু আগে হয়নি। । খবর বিবিসি’র

কাশ্মিরে রবিবারের সংঘর্ষে নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ৩ জন সেনা সদস্য এবং ১৩ জন জঙ্গি নিহত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে গতকাল কারফিউ জারি করা হয়। রাজ্যে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার তিনটি আলাদা স্থানে সেনা-জঙ্গি লড়াই চলে। অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। অভিযানে নিহতদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি নেতা রয়েছে।